সমতট ডেস্ক: র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যে রবিবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১১ টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খানের উপস্থিতিতে নগরীর ফৌজদারি মোড় থেকে একটি র্যালি বের করা হয়। পরে আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে এসে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এরপর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষের আলোচনায় বক্তারা বলেন, ভোটার তালিকা ত্রুটিমুক্ত ও যথাযথ করতে নাগরিক সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া আগের তালিকায় বাদ পড়া নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কারণে যথাযথ ভূমিকা রাখার কথা বলছেন তারা।
এ সময় নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ১১ এপ্রিলের মধ্যে কুমিল্লা মহানগর ও ১৭ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে। ইতিমধ্যে পাঁচটি উপজেলায় কার্যক্রম সম্পন্ন হয়েছে। ত্রুটিমুক্ত তালিকা প্রণয়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যেন সে কার্যক্রম সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। এইজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নাদির আহমেদ খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শামসুল আলম, কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান।
আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা, সুশাসনের জন্য নাগরিক- সনাক কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসান, স্কুল শিক্ষার্থী নুসরাত জাহান মাইশা, কলেজছাত্র নাজমুস সাকিব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছোটরা সরকারি কলোনি কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমেদ।