সমতট ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান নাগাইশ মডার্ন হাই স্কুল-এ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত স্কুলে সহকারী শিক্ষক পদে চারটি বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
নিয়োগের বিস্তারিত:
পদের নাম | বিষয় | শাখা | পদসংখ্যা | যোগ্যতা | বেতন |
সহকারী শিক্ষক | রসায়ন | মাধ্যমিক | ১ | সংশ্লিষ্ট বিষয়ে অনার্স, মাধ্যমিক শিক্ষাক্রমে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় | ১৩,০০০ – ১৮,০০০ |
সহকারী শিক্ষক | জীববিজ্ঞান | মাধ্যমিক | ১ | অনুরূপ | ১৩,০০০ – ১৮,০০০ |
সহকারী শিক্ষক | ইংরেজি | মাধ্যমিক | ১ | অনুরূপ | ১৩,০০০ – ১৮,০০০ |
সহকারী শিক্ষক | সামাজিক বিজ্ঞান | মাধ্যমিক | ১ | অনুরূপ | ১৩,০০০ – ১৮,০০০ |
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:
আগ্রহী প্রার্থীদের ২৫ মার্চ ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
পরীক্ষা ও অন্যান্য তথ্য:
- লিখিত পরীক্ষা: ২৭ মার্চ ২০২৫, সকাল ১০:০০ টায়।
- ব্রাহ্মণপাড়া উপজেলার বাইরে থেকে আগত প্রার্থীদের জন্য পরীক্ষার দিন থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান সরকার স্বাক্ষরিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল যোগ্য প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
📞 যোগাযোগ: ০১৮২০৩৪৪৮৩০
📧 Email: nagaishmodern@gmail.com
(সংবাদটি নাগাইশ মডার্ন হাই স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকাশিত)