পুকুর ভরাট পরিবেশ জন্য হুমকির
তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা মহানগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার ঐতিহ্যবাহী মীর পুকুর এখন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। রাষ্ট্রীয় বিধি অনুযায়ী পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। দিনের আলো হোক কিংবা রাতের আঁধার—প্রতিনিয়তই চলছে পুকুর ভরাটের কর্মকাণ্ড।
কুমিল্লা মহানগরীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় একইভাবে পুকুর ভরাট করে তা বসতভিটায় পরিণত করার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও প্রশাসনের হস্তক্ষেপে আদর্শ সদর উপজেলার একটি পুকুর পূনরায় খনন করে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তবুও থেমে নেই এ অবৈধ কার্যক্রম।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে জলাধার বিলীন হতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে হবে। পানির সংকট, জলাবদ্ধতা, তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক ভারসাম্যের চরম ব্যাঘাত—এসব সমস্যার মুখোমুখি হতে হবে নগরবাসীকে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সাধারণ মানুষের সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি। অন্যথায়, পরিবেশ রক্ষায় কোনো উদ্যোগই যথেষ্ট হবে না। আসন্ন বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তা যেন শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নে রূপ নেয়—এটাই প্রত্যাশা সচেতন নাগরিক সমাজের।