সমতট ডেস্ক: ধর্ষণ, খুন, ডাকাতি-ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশনে বিক্ষোভ করে মহাসড়কেই অবস্থান নেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে শুয়ে পড়েন। এতে মহাসড়কের দুই পাশে সাময়িক যানজট সৃষ্টি হয়। বিক্ষুব্ধ ছাত্রদের অবস্থানকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
এর আগে বেলা ১১টায় চান্দিনা থানা গেইটে ‘ধর্ষকের সংখ্যা বাড়ার আগে, ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন’ ছিনতাই, ডাকাতি ও ধর্ষণবিরোধী জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি দিয়ে একত্রিত হন ওই শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা পৌর শাখার আহবায়ক মো. রাব্বি বলেন, সারা দেশে ধর্ষণ, খুন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে বিব্রত করতে কোনো মহল পরিকল্পিত়ভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় কী না তা খতিয়ে দেখার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের জানান চান্দিনা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং খুব দ্রুত এর সমাধান করবেন এমন আশ্বাস দেয়ায় দুই ঘণ্টা পর কর্মসূচি স্থগিত করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমূল হুদা জানান, মাগুরায় শিশু ধর্ষণসহ সারা দেশে ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজি রোধে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বক্তব্য লিখিত আকারে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার বরাবর দেয়ার জন্য বলি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান।
শিরোনাম:
- দেবিদ্বার গোমতী নদীতে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা
- নববর্ষের নগরে গ্রামীন হা ডু ডু ও বলি খেলা
- Pohela Boishakh celebration in Canada
- কুমিল্লায় নির্মাণ সামগ্রী ‘সিন্ডিকেট’-এর দৌরাত্ম্য, ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ
- বিজয়পুরে মৃৎশিল্পেররপ্তানি সম্ভাবনা আটকে আছে জ্বালানি গ্যাসে
- মতভিন্নতা থাকলেও রাষ্ট্র সংস্কারে সবার লক্ষ্য এক : আলী রীয়াজ
- ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে
- তিতাসে প্রবাসী স্বপন হত্যা মামলার আসামি দুই সহোদর গ্রেপ্তার
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | শনিবার | গ্রীষ্মকাল