মতট টিভি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অতীতে যা কিছু ঘটেছে, তা ভুলে গিয়ে সবাই মিলেমিশে রাষ্ট্রীয় ও দেশের স্বার্থে কাজ করে যেতে হবে।
সোমবার এনবিআর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান আবদুর রহমান খান এসব কথা বলেন। তিনি বলেন, “যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই কাজ করব। যে কাজগুলো আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাব। আশা করি আমাদের আর এ ধরনের সমস্যার মধ্যে যেতে হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতে রাজস্ব কর্মকর্তারা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, একইভাবে ভবিষ্যতেও তাঁরা কাজ করে যাবেন। এনবিআর চেয়ারম্যান জানান, বর্তমানে রাজস্ব রিপোর্টিং ব্যবস্থা পুরোপুরি স্বয়ংক্রিয় বা সিস্টেম্যাটিক। তাঁরা আর ম্যানুয়াল রিপোর্ট করেন না, বরং আইবাসের মাধ্যমে রাজস্ব আদায়ের রিপোর্ট করা হয়।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ৩০ জুন সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গতবারের চেয়ে এই অর্থবছরে রাজস্ব আদায় আরও বেশি হবে।