সমতট ডেস্ক: কুমিল্লা তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের প্রবাসী মোঃ স্বপন ভূইয়া (৩৯) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুই সহোদরকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামিদের বোনের শ্বশুর বাড়ি একই ইউনিয়নের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মামলার ১নং আসামি ওমরপুর গ্রামের সামছুজ্জামানের ছেলে
মোঃ আসিফ (৩২) ও ৪নং আসামি মো: রাহিম বাবু (২৬)। স্বপন হত্যায় এ নিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ মো: শহীদ উল্যাহ।
জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর রাতে স্বপনকে ইয়াবা বিক্রি ও সেবন করার অভিযোগ এনে গ্রেফতারকৃত আসামি আসিফের নেতৃত্বে ১৫-২০ জনের কিশোর গ্যাং গ্রুপ বেধড়ক মারধর করে স্বপনকে গুরতর আহত করে।আহত অবস্থায় উদ্ধার প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়,সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বপনের মৃত্যু হয়। এঘটনায় নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে তিতাস থানায় ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন।
এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্যাহহ বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান দুই আসামিকে তাদের বোনের শশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।