সমতট ডেস্ক: – পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় কিলামানজারো অঞ্চলের সাবাসাবাতে একটি বাস ও একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষের ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
রবিবার প্রেসিডেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ৩৮ জনের মধ্যে দুজন নারীও রয়েছেন। আগুন সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ৩৬টি মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি তাঁর ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন। একই সাথে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রেসিডেন্ট সড়ক নিরাপত্তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন, কারণ তানজানিয়ায় প্রায়শই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে।