নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ড. ইউনূসের জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সরকারি আবাসন পরিদপ্তরের এক সূত্রে জানা গেছে, এই অভিজাত ভবনটিই হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয়।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনগণ গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছেন। ফলে, এ দুটি স্থানে আপাতত অফিস বা বসবাস করার মতো কোনো পরিস্থিতি নেই। যমুনা তাই ড. ইউনূসের জন্য একমাত্র উপযুক্ত স্থান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, এই সরকারে প্রায় ১৫ জন সদস্য থাকতে পারেন। নতুন সরকারের প্রত্যাশা ও দায়িত্বগুলো অনেক বড়, এবং যমুনা তার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে।
ড. ইউনূসের জন্য তৈরি যমুনা কেবল একটি ভবন নয়, এটি হতে চলেছে বাংলাদেশের একটি নতুন যুগের প্রতীক। যেখানে নতুন নেতৃত্ব, নতুন আশা এবং নতুন স্বপ্নের সূচনা হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে। ড. ইউনূস এবং তাঁর সহকর্মীরা কীভাবে এই নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন দেশের জনগণ।
এখন সময় দেখাবে, ড. ইউনূস ও তাঁর দল কীভাবে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের পথে অগ্রসর হন। যমুনা তাদের এই যাত্রায় সঙ্গী হবে, তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
নতুন_অধ্যায় ,ড ইউনূস ,যমুনাপ্রস্তুত ,বাংলাদেশ