দেশ থেকে ৪০০ কোটি টাকা পাচার করেছে একটি চক্র। এতে তারা ব্যবহার করেছে ডিজিটাল হুন্ডি। এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সিআইডির মুখপাত্র আজাদ রহমান জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যবহার করে ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে প্রায় ৪০০ কোটি টাকা পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এ বিষয়ে বিকেলে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।