সমতট ডেস্ক ।।
বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ হবে তার শেষ টেস্ট। এছাড়াও, তিনি ইতোমধ্যেই তার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন।
সাকিব সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে চান তিনি।
অবসরের বিষয়ে সাকিব জানান, ইতোমধ্যে তিনি নির্বাচক কমিটির সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। সর্বশেষ তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন এবং বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।