সমতট ডেস্ক ।। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ চার জেলা বাদে দেশের বাকি ৬০ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়া হবে। আগামী রোববার থেকে এই খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
সূত্র জানায়, বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাশকতার মামলার তদন্ত ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রীরা একমত হন, শুক্রবার সারাদেশের পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক বলে জানানো হয়েছে।
এতদিন কোটা সংস্কার আন্দোলনের কারণে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। কিন্তু, পরিস্থিতি উন্নতি হলে প্রথমে প্রাথমিক বিদ্যালয় এবং পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব নয়।
এছাড়া, চলমান এইচএসসি পরীক্ষা শেষ করার বিষয়ে সরকারের অগ্রাধিকার রয়েছে। ১৬ জুলাই থেকে সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।