জীবন
আলমগীর মোহাম্মদ
জীবনে ধীরে চলো, ধৈর্য ধারণ করো।
যখন তুমি ধন-সম্পদের খোঁজে ব্যস্ত
তখন অন্য কেউ সু-স্বাস্থ্যের ভাবনায় মগ্ন।
আবার যখন তুমি সু-স্বাস্থ্যের কথা ভাবছো,
অন্য কেউ দুনিয়া ছাড়ছে তখন।
যতবারই পৃথিবীর বুকে একটা করে দালান উঠছে,
ততবারই একটি করে কবর খোড়া হচ্ছে অন্যপ্রান্তে।
যখন তুমি আবর্জনার ঝুড়িতে এঁটো খাবার ফেলছো
অন্য কেউ সেটা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন।
দুনিয়ায় প্রতিটি হাসির বিপরীতে চোখের জল ঝরছে।
প্রতিটি জন্ম উৎসবের বিপরীতে মৃত্যুর শোক চলছে।
যতবার তুমি জল পান করছো, পেশাব করছো,
মনে রেখো, অন্য কেউ একই উদ্দেশ্যে পাইপ টানছে।
জীবনে কৃতজ্ঞ হও। ধন্যবাদ দিতে শেখো।
সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা।