সমতট ডেক্স: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। বুধবার (১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এ বক্তব্য ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়। বেহেস্তের সার্টিফিকেট বিক্রি করে। পাড়ায় পাড়ায় কিছু হুজুররা আসে, আয়োজন করে আর একটা বেহেস্তের সার্টিফিকেট দেয়। এই বেহেস্তের সার্টিফিকেট দাতা দের কাছ থেকে আমাদের একটু সাবধান হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি। জনগণের সাথে প্রতারণা করেননি। দেশের মাটির সাথে উনি প্রতারণা করেননি। দেশের জনগণের মুক্তির জন্য যুদ্ধ করেছেন। দেশকে পুনর্গঠন পুননির্মাণ করেছেন। দেশকে স্বাবলম্বী করেছেন। ‘
অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপি কামরুল হুদা। তিনি বলেন, ‘এটি আমার বক্তব্যের অংশবিশেষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার হচ্ছে। তবে একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের প্রতি উপলব্ধি হিসেবে আমি এই বক্তব্য দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। যার জন্য এখনো উনি দোয়া পাচ্ছে। দেশের অর্থনীতির অন্যতম মূল দুটি ভিত্তি গার্মেন্টস ও প্রবাসী কর্মসংস্থান থেকে রেমিটেন্স আয় – এসব জিয়াউর রহমানের এই অবদান। তাই আমার উপলব্ধি থেকে আমি এ কথা বলেছি।’