সমতট ডেস্ক ।।
জামায়াতে ইসলামীর নিষিদ্ধের সিদ্ধান্ত আগামীকাল সোমবার অথবা শীঘ্রই বাতিল হতে পারে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা খারিজ হওয়া মামলাটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে। নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল হলে, দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে, দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত ১ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যেই জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
২০১৩ সালের ১ আগস্ট, একটি রিট আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং দলটিকে অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর, ২০১৮ সালের ৭ ডিসেম্বর, নির্বাচন কমিশন (ইসি) জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল জামায়াতে ইসলামী, তবে ২০২২ সালের ১৯ নভেম্বর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সে আপিল খারিজ করে দেয়।