সমতট ডেস্ক : নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগরের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর ছোটরা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
উদ্বোধন শেষে কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদা আক্তার মুন্নির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী বকুল, কুয়ালালামপুর মালয়েশিয়া বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মো:সফিকুল আলম (সফি) প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপি’র দুই নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসমাইল মিয়া রতন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আজাদ, যুগ্য সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা রাসেল, সহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের হাজারো নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধনের ফলে সংগঠনের ঐক্য ও শক্তিকে দৃঢ় করবে। এটি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি জনসেবার কেন্দ্র হিসেবে কাজ করবে। বিএনপির রাজনীতিকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান তিনি।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।