সমতট ডেস্ক : চট্টগ্রামের আকবর শাহ থানার বিজয়নগর এলাকায় এক ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রায়হান (৩৫) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় রায়হানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনাটি আজ, রবিবার, ঘটেছে।
ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানিয়েছেন, রায়হান তার মেয়েকে ছুরির ভয় দেখিয়ে পাহাড়ের ওপর নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, আটক রায়হানকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের অভিযোগ, রায়হান এর আগেও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে এবং জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধ করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার নিশ্চিত করেছেন, ধর্ষণের শিকার কিশোরীকে আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল এবং তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। একইসাথে, আহত ধর্ষক রায়হানকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, ধর্ষণের শিকার কিশোরীকে চমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, স্থানীয় জনতা ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।