সমতট ডেক্স : মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ১৭নং ওয়ার্ডে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (০৬ জুলাই) সকালে ১৭নং ওয়ার্ড এবি পার্টির আয়োজনে ওয়ার্ডের প্রায় প্রতি পরিবারকে ০৫ কেজি করে চাউল দেওয়া হয়।
বিনামূল্যে ০৫ কেজি চাউল পাওয়া ওয়ার্ডের বাসিন্দা রেবেকা বেগম জানান, এই চাউল আমাদের পরিবার নিয়ে বেশ কয়েক দিন খেতে পারবো। আমাদের এই সুবিধা দেওয়ার জন্য এবি পার্টির হগ্গলেরে ধন্যবাদ জানাই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সমাজের কম ভাগ্যবানদের মাঝে বিনামূল্যের ০৫ কেজি করে চাউল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা। দরিদ্র মানুষের মাঝে সঠিক ভাবে এ উপহার পৌঁছে দিতে পেরে আমরা এবি পার্টির সকলে অনেকে খুশি। চাউলগুলো যেন সঠিক মানুষ গুলোর হাতে ভোগান্তি ছাড়াই তুলে দিতে পারি সে জন্য আলাদা আলাদা স্থান ভাগ করে মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ড সমন্বয়কদের তত্ত্বাবধানে তালিকা অনুসারে চাউলগুলো বিতরণ করেছি। এই চালগুলো পেয়ে দরিদ্র মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
১৭নং ওয়ার্ড সমন্বয়ক কাজল বেগমের সভাপতিত্বে আয়োজিত এই চাউল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগরের আহবায়ক গোলাম মুহা. সামদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল এবং যুগ্ম সদস্য সচিব আব্দুস সালাম শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব আজিজুল পারভেজ, রাসেল আহমেদ, ১৬ নং ওয়ার্ড সমন্বয়ক দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ, ইমতিয়াজ, বাপ্পি, নাসির হোসেন সহ আরও অনেকে।