সমতট ডেস্ক: কুমিল্লার গোমতী নদীর তীরবর্তী মাটিখেকোদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। গত ৩দিনে কুমিল্লার সদর উপজেলার গোমতীর পাচঁথুবীর হানকিজলা, দুর্গাপুর ও পালপাড়া ব্রীজ সংগল্ন এলাকায় পৃথকভাবে পরিচালিত অভিযানে ৯টি ড্রাম ট্রাক, দুইটি ট্রাক্টর ও দুইটি ভেকু জব্দ করা হয়। আটক করা হয় চার ব্যক্তিকে। তাদের মধ্যে দুইজকে এক মাস করে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের নেতৃত্বে এ অভিযানগুলো পরিচালিত হয়।
তিনি বলেন, শুক্রবার ৭ মার্চ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে গোমতী নদীর পাচঁথুবীর হানকিজলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রমাসন। অভিযানে তিনটি ড্রাম ট্রাক, ও দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। ড্রাম ট্রাকগুলোর এক মালিককে আটক করা হয়।
এর একদিন আগে ৬ মার্চ সদর উপজেলার দুর্গাপুর নামক স্থানে অভিযান পরিচালনা কেরে একটি ড্রাম ট্রাক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। আটক করা হয় এক ব্যক্তিকে।
এছাড়াও ৫ মার্চ কুমিল্লার সদর উপজেলার পালপাড়া ব্রীজ সংগল্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে নদীর মাটি কাটায় ব্যবহৃত তিনটি ড্রাম ট্রাক, দুইটি বড় ট্রাক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। আটক করা দুইজনকে। আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী চার মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমান করেন।