গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় একদিনে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো শতাধিক। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই সময়ে আরো ১২৫ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৯২৮ জন। আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জনে পৌঁছেছে। তবে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং তাদের কাছে পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা।
বিষয়:
গাজা