জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্যমতে ,,
মার্চ মাসে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় মোট ৭১ টি অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ওই মাসে খুন হয়েছে ৭ জন, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২০ জন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১৯ টি। মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ কমিটির অন্যান্য সদস্যগণ।
সভার কার্যপত্র বিবরণী থেকে আরো জানা গেছে, মার্চ মাসে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ১৬৮ টি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৭২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৭৪ টি মামলায় ৬৮ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব মোবাইল কোর্টে তিনজনকে কারাদ- এবং ৩৯ জনকে কারাদন্ড ও অর্থদ- দু’ টিতে দ- প্রদান করা হয়েছে। ভালো মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪৪টি অভিযানে ৪১টি মামলায় ২৪ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
মার্চে কুমিল্লায় ৭১ অগ্নিকাণ্ড সভায় নবনির্বাচিত কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনা কুমিল্লা নগরীর বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সাথে আলোচনা ও তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় তিনি নগরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর গুলোর যথেষ্ট সহযোগিতা চেয়ে বলেন, আমরা সবার আগে নগরীর ট্রাফিক সিস্টেম নিয়ে কাজ করবো। আগামী মাসেই একটি সভা করে সিদ্ধান্ত নেয়া হবে আমরা কি করতে চাই।
সভার সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রথম ধাপে যে চারটি উপজেলা পরিষদ নির্বাচন হবে -আমরা চাই প্রত্যেকটি নির্বাচনই সুষ্ঠু হোক। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা যেভাবে নির্বিঘœ ভাবে সম্পন্ন করতে পেরেছি – আমরা সেই মানেই আগামী নির্বাচন গুলো অনুষ্ঠিত করতে চাই। এজন্য কেউ যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটনার চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।