সমতট ডেস্ক
তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা, ২৬ মার্চ ২০২৫ (বুধবার):
কুমিল্লার আদর্শ সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর ছয়বাড়ি এলাকায় প্রধান সড়কের পশ্চিম পাশে ইসলাম অক্সিজেনের সহযোগিতায় খন্দকার অক্সিজেন লিকুইড ট্যাংকের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. রাসেদুল হক।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খন্দকার আবু তাহেরের ছেলে হাফেজ খন্দকার তাওসিফ।
এছাড়া বক্তব্য দেন সাংবাদিক তৌহিদ হোসেন সরকার।
প্রধান অতিথি মাস্টার মোসলেউদ্দিন বলেন, “করোনা মহামারির সময় অক্সিজেন সংকটের যে ভয়াবহতা দেখেছি, তা থেকে শিক্ষা নিয়ে কুমিল্লায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি কুমিল্লার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ব্যবসার সফলতা কামনা করেন এবং এটি মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।