ফের ব্রিটিশ রাজ পরিবারের দুঃসংবাদ। যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য জানান। তবে তিনি সুস্থ আছেন এবং তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন কেট।
সিএনএন, রয়টার্স, হিন্দুস্তান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে পেটে একটি সার্জারি করিয়েছিলেন কেট মিডলটন। টেস্টের যেসব রিপোর্ট এসেছে তার মাধ্যমেই জানা গেছে, ৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস ক্যানসারে আক্রান্ত। উল্লেখ্য, জানুয়ারি মাসে ২ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন কেট।
ব্রিটিশ রাজবধূ জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পর আপাতত তার কেমেথোরাপি চলছে। সদ্যই তিনি জানতে পেরেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত।
কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেটি আগে থেকেই ঠিক ছিল। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি।
ভিডিও বার্তায় এই কঠিন লড়াইয়ের বাস্তব সত্যটি জানান কেট। তিনি বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে যে আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’
ব্রিটিশ রাজবধূ চিরকালই খুবই সাধারণের মধ্যে মিশে যেতে পারেন। তার উদ্যম, উদ্দীপনায় ভরা রূপকে গোটা বিশ্ব চেনে। সেই কেট এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও’র মাধ্যমে বিশ্বের সামনে তার শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরলেন।
তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের শারীরিক পরিস্থিতি ব্রিটিশ রাজ পরিবারের জন্য বেশ কিছুটা উদ্বেগের বিষয়। ভিডিওতে কেট স্বীকার করে নিয়েছেন যে, তার কাছে এই ক্যানসারের খবর বেশ বড় ধাক্কা। তিনি বলছেন, ‘এটি অবশ্যই একটি বিশাল ধাক্কা হিসেবে এসেছিল এবং উইলিয়াম যা যা করার দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি।’
কেট ও উইলিয়ামের তিন সন্তান রয়েছে-প্রিন্স জর্জ, প্রিন্স লুইট ও প্রিন্সেস শার্লট। সবার বয়স ৪ থেকে ১০-এর মধ্যে। রাজপুত্র উইলিয়ামের কাছে তিনি সন্তানদের দেখভালের অনুরোধ জানিয়েছেন বলেও ভিডিও বার্তায় বলেছেন কেট।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে খবর এসেছিল যে, রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত। এর জেরে তার রাজ-কাজেও বেশ কিছুটা বিরতি নিতে হয়েছিল।