আর দুইদিন পরই পর্দা উঠছে বিশ্বের অন্যতম ক্রিকেট লিগ আইপিএলের ১৭তম আসর। তার আগে নিজেদের দলের নাম পরিবর্তন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এখন থেকে শহরের নামের সঙ্গে মিল রেখে এখন থেকে ‘বেঙ্গালুরু’ ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে।
মঙ্গলবার (১৯ মার্চ) এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সি-নাম ও লোগো উন্মোচন অনষ্ঠানে নতুন নাম জানানো হয়। অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, ম্যাক্সওয়েলরা ছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্সের এবং ভারতীয় নারী দলের অধিনায়ক স্মৃতি মাদানা। সেই অনুষ্ঠানেই নতুন নাম উন্মোচন করে এই তারকারা