সমতট ডেস্ক : কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের অডিটোরিয়ামে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এ বছর কুমিল্লা বোর্ডে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পাস করেছে। গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৪০৭ জন এবং মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৪৯৫ জন।
বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৯ হাজার ৩০ জন। এদের মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫০ জন শিক্ষার্থী। ছেলেদের পাসের হার: ৮৭ দশমিক ৬৯ শতাংশ, মেয়েদের পাসের হার: ৮৮ দশমিক ২৭ শতাংশ।
মানবিক বিভাগ মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ৫৪ হাজার ৪৭৪ জন। এদের মধ্যে পাশ করেছে ২৫ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এই বিভাগে ছেলেদের পাসের হার: ৪৩ দশমিক ২৬ শতাংশ, মেয়েদের পাসের হার: ৪৭ দশমিক ৮২ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৫৪ হাজার ৬৮ জন অংশগ্রহণ করেছে। পাস করেছে ২৯ হাজার ১৫১ জন। ছেলেদের পাসের হার: ৪৮ দশমিক ৯৪ শতাংশ, মেয়েদের পাসের হার: ৬০ দশমিক ৫০শতাংশ।
এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ১ হাজার ৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। তবে একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।