সমতট ডেস্ক।।
গণহত্যার দায়ে অভিযুক্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের বিচার দাবি করে দৃঢ় শপথ নিয়েছেন কুমিল্লার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীরা ঘোষণা দেন, “রাজপথে জীবন দিয়ে দেশের ছাত্র সমাজ স্বৈরাচার হটিয়েছে। তাই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।”
বিকাল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী টাউন হল মাঠে উপস্থিত হতে শুরু করেন। তাদের হাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন ও প্লেকার্ড ছিল, যা আন্দোলনের উত্তেজনা ও ক্ষোভকে প্রতিফলিত করছিল।
সমাবেশের শুরুতেই আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর ঢাকার সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মাসউদুর রহমান, আবিদ হাসান রাফি ও এবি যুবাইর বক্তব্য রাখেন। কুমিল্লার সমন্বয়কদের মধ্যে আবু রায়হান, সাকিব হোসাইন, এস এম আবির ও রুবেল হোসাইন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের এই শপথ কেবল আন্দোলনের অংশ নয়, এটি একটি প্রজন্মের ন্যায়বিচারের দাবির প্রতিচ্ছবি। তারা স্পষ্ট করে দিয়েছেন, বিচারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে, যতক্ষণ না পর্যন্ত দোষীদের বিচারের আওতায় আনা হয়।