তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় কুমিল্লার রাজগঞ্জ হোটেল ক্যাপসিকামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিক “সুজন”-এর আয়োজনে “রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত ও নাগরিক ভাবনা” শীর্ষক কুমিল্লা বিভাগীয় গোলটেবিল বৈঠক। এ উপলক্ষে ২৩ এপ্রিল বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলা সুজনের সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খানের বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান। এতে উপস্থিত ছিলেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, জেলা সেক্রেটারি অধ্যাপক আলী আহসান টিটু, আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোঃ নাছির উদ্দিন, অধ্যাপক হুমায়ুন কবির, সদর দক্ষিণ উপজেলা সভাপতি ইসলাম ইবনে শাইখ।
এছাড়া জেলা ও মহানগর কমিটির সদস্য অধ্যাপক মনজুর হোসেন, শিব্বির আহমেদ, সাংবাদিক তৌহিদ হোসেন সরকার, আজাদ সরকার লিটন প্রমুখও সভায় অংশগ্রহণ করেন।
সভায় গোলটেবিল বৈঠকের সার্বিক প্রস্তুতি, অতিথি তালিকা, আমন্ত্রণপত্র বিতরণ, মিডিয়া কাভারেজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে কুমিল্লাসহ বিভাগীয় পর্যায়ের বিশিষ্টজন, সাংবাদিক, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।