সমতট ডেস্ক : কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাউতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত আনুমানিক ২৩:২০ মিনিটে শুরু হওয়া অভিযানে মাদক বিক্রয় ও সেবনের প্রমাণ মেলে। এসময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
মোঃ আনোয়ার শাহাদাত (৪০), পিতা: শাহাবুদ্দিন, গ্রাম: নতুন চৌধুরী, কুমিল্লা।
মোঃ জাহিদুল ইসলাম (৪৫), পিতা: ফখরুল ইসলাম (মৃত), গ্রাম: খ্যাতামার কুমি, কুমিল্লা।
মোঃ মাসুম আলী (৫০), পিতা: জাহাঙ্গীর (মৃত), গ্রাম: দ্বিতীয় মুরাদপুর, কুমিল্লা।
মোঃ মনির হোসেন (৩৫), পিতা: দুলু মিয়া, গ্রাম: ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
মোঃ আকাশ হোসেন (৩৫), পিতা: শহিদুল ইসলাম, গ্রাম: শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
উদ্ধারকৃত মাদক ও সামগ্রী
ইয়াবা ট্যাবলেট: ১৫৮ পিস
চাইনিজ চাকু: ১টি
অ্যান্ড্রয়েড ফোন: ২টি
বাটন ফোন: ১টি
নগদ টাকা: ৭,৬৫০ টাকা
অভিযানে আটককৃত আসামিদের সঙ্গে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী পরবর্তীতে কুমিল্লা আদর্শ সদর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।