কুমিল্লার চান্দিনায় একটি মাছের প্রজেক্ট (ঘের) থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে নাদিয়া (৭) ও সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া (৮)। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
স্থানীয়রা জানান, সাদিয়া ও নাদিয়া এদিন সকাল সাড়ে ১০টার দিকে সাইকেল নিয়ে ঘর থেকে বের হয়। দুপুর ১২টার দিকে স্বজনরা বাড়ি সংলগ্ন সড়কে সাইকেল ও তাদের জুতা দেখতে পান। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ২টার দিকে একটি মাছের প্রজেক্ট (ঘের) থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
নাদিয়ার দাদা আব্দুল লতিফ জানান, দুজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।