সমতট ডেক্স: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে গুনবতী ইউনিয়নের রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক কবির আহমেদ জানান, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারায় দুর্বৃত্তরা শুক্রবার রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে থাকে। এতে পুকুরে থাকা ১৮-২০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গুনবতী রেলওয়ে স্টেশনের সরকারি পুকুরটি মাছ চাষের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ কবির আহমেদের নামে চুক্তি প্রদান করে থাকে। এরপর থেকে কৃষক কবির আহমেদ মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।
কৃষক কবির আহমেদ আমার দেশকে বলেন, শুক্রবার গভীর রাতে কোন এক সময় সরকারি ০.৭৪ একর পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরটিতে চাষ করা কার্পু, গ্লাস কাপ, সরপুটি, কাতল, রুই, বাটা, ব্রিগেড, সিলভার কাপসহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। শুক্রবার সকালে পুকুরপাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান স্থানীয় এলাকাবাসী।
ভুক্তভোগী কবির আহমেদ আরও জানান, বিগত কয়েকদিন যাবত থেকে তিনি অন্যত্র অবস্থান করছেন। এই সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে তার পুকুরের মধ্যে কীটনাশক বিষ ঢেলে দিলে পুকুরের থাকা বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ লাখ টাকার মাছ মরে পুকুরের পানিতে ভাসতে থাকে। পুকুরের দায়িত্বে থাকা জসিম উদ্দিন সকাল বেলা এসে দেখে পুকুরের পানিতে মাছ মরে ভাসছে তাৎক্ষণিক আমাকে অবহিত করার সাথে সাথে স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানাইলে তাহারা ঘটনাস্থলে এসে বিষয়টি স্বচক্ষে দেখে। এই ঘটনায় আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা এই কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান কৃষক কবির আহমেদ ।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন, মৎস্য চাষি থানায় এসেছে অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত ভিকটিমের পক্ষ থেকে মাছ নিধন করার বিষয়ে থানায় কোনো প্রকার অভিযোগ করা হয়নি।