তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টিএম মাসুম বলেছেন, আগামী নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। প্রয়োজনীয় পয়েন্ট সেখানে যুক্ত করে সেটিকে সংবিধানের মর্যাদা দিতে হবে। প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে সেই সনদ সংবিধানের ভূমিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বাকশাল নামক সংবিধান চাই না। জনগণের অংশগ্রহণ ছাড়া আরেকটি প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে হুন্ডা-গুন্ডা মার্কা নির্বাচন নয়; কেন্দ্র দখল বা ভোট ডাকাতির নির্বাচন নয়। আমরা চাই বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এ দাবির পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি করতে হবে। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতীতের যে কোন সময়ের তুলনায় আজকের ওলামা মাশায়েখ অনেক বেশি ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ জাতিকে কেউ রুখে দিতে পারবে না।”
১৬ আগস্ট
শনিবার সকাল ১০টায় ইবনে তাইমিয়া কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মাসুম আরও বলেন, এদেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে। আল্লাহর নেয়ামত হিসেবে আজ উলামায়ে কেরামরা নির্ভয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। এ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং ইসলামের বিপ্লবী দাওয়াত প্রতিটি জনপদে ছড়িয়ে দিতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আলেম-ওলামাদের নিয়ে যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হতে দেওয়া হবে না।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় উপদেষ্টা ড. আবুল কালাম আজাদ বাসার, কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরীর উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম।ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম এবং
মাওলানা বেলাল হোসেন হেলালীর সঞ্চালনায়
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ বরুড়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৫ আসনের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন, মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমেদ, অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী, অধ্যক্ষ মাওলানা আ ন ম মাইন উদ্দিন সিরাজী, শায়েখ মোল্লা নাজিম উদ্দীন, শায়েখ জহিরুল ইসলাম আল-জাবেরী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশের খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা হাফেজ সোলাইমান, সেক্রেটারি মাওলানা আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মু. কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা, মাওলানা আলাউদ্দিন সরকার ও মাওলানা অহিদুর রহমান।
অনুষ্ঠিত এ সম্মেলনে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে শহস্রাধিক উলামা অংশগ্রহণ করেন।