আরিফ আজগর: গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থের লক্ষ্যে এগিয়ে চলার প্রত্যয়ে গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় সিটি মার্কেটের চতুর্থ তলায় দলটির জেলা কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. ফয়েজ উল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন মাযহারী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল আমিন, শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা গণঅধিকার পরিষদের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি অবিচল থেকে দেশ ও জনগণের অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভার শেষে সকলেই একসঙ্গে ইফতার করেন।