সমতট ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগর শাখার আওতাধীন আদর্শ সদর থানা শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থান উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউনহলের সামনে এ সমাবেশ ও গণমিছিল হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি এম এম বিলাল হুসাইন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা নাজির আহমাদ ফাহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি মামুন বিন নুরুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান এবং দেশের চলমান সংকট মোকাবেলায় জনগণকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান করেন।