সমতট টিভি ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে অধ্যক্ষের পদায়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার বিচার দাবি করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর ছুটিতে যান বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম। ছুটি শেষে অধ্যক্ষ জসিম উদ্দিন পুনরায় কর্মস্থলে ফিরতে চাইলে তাতে বাধা দেন স্থানীয় কিছু লোকজনসহ শিক্ষার্থীদের একটি পক্ষ। এনিয়ে অধ্যক্ষ জসিম উদ্দিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামের পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপ সৃষ্টি হয়।
এনিয়ে মঙ্গলবার সকালে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। এতে অংশ নেন বহিরাগতরাও। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন। তাদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ জসিম উদ্দিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা দাউদকান্দি থানা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় দেখেছি। তবে স্থানীয়রা জানিয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেন, অধ্যক্ষ পদ নিয়ে সংঘর্ষের কথা শুনেছি। এ নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করা দুঃখজনক। সবাইকে নিয়ে বসে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।