তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে নগরীর ৭নং ওয়ার্ডে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ উঠান বৈঠক বসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা জনাব কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি জনাব অ্যাডভোকেট নাসির আহমদ মোল্লা এবং সামাজিক যোগাযোগ সম্পাদক জনাব মোতাহের আলী দিলাল।
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ৭নং ওয়ার্ড আমীর অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন।
বক্তারা বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জামায়াতকে ভালোবাসে। বক্তারা আরও বলেন, জননেতা কাজী দ্বীন মোহাম্মদকে বিজয়ী করার মাধ্যমে কুমিল্লায় উন্নয়ন, সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা হবে।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আমরা সুন্দর একটা দেশ চাই, যেমন মহানবী (সাঃ) যেভাবে মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন। আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি চাই না। দুর্নীতি বন্ধ করে চাঁদাবাজিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। জনগণ সুখে থাকলে নেতাদেরও সুখ।”
তিনি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে বলেন, আল্লাহ বলেন, “আল্লাহর প্রতি ঈমান এনে জান ও মাল দিয়ে জিহাদ করতে হবে।” মহানবী (সাঃ) দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, আমরা তাঁর রেখে যাওয়া কাজ ছড়িয়ে দেবো।
তিনি শেষে সকল মুসলিমের জন্য দোয়া করে প্রোগ্রাম সমাপ্ত করেন।
এর আগে সকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকাল ৯টায় ২৬নং ওয়ার্ডের কিস্তি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অনুদান প্রদান করেন। এ সময় সভায় সভাপতিত্ব করেন ২৬নং ওয়ার্ড আমীর মাওলানা আনোয়ার হোসেন। স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় বানাশুয়া বড় অটুরা এলাকায় রাস্তার খানা-খন্দ ভরাট করে চলাচলের উপযোগী করার কাজের উদ্বোধন করেন। স্থানীয় জামায়াতের আর্থিক সহায়তায় এই কাজ শুরু হয়। এ সময় জামায়াত নেতা মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এলাকার যুবসমাজ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
এরপর শিমপুর পশ্চিমপাড়া ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ জাকির হোসাইনের নেতৃত্বে রাস্তা সংস্কারের কাজ হয়। সেখানে এলাকাবাসীর সাথে কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ হাতে হাত মিলিয়ে কাজে অংশগ্রহণ করেন।