তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তামিমের ওপর নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের তালিকা গেজেটে অন্তর্ভুক্ত করা এবং কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে ছাত্র সংসদ (ছাত্র ইউনিয়ন) নির্বাচনের দাবিও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের হৃদয় বাংলাদেশ চত্বরে এক সংবাদ সম্মেলন করে সম্মিলিত শিক্ষার্থী পরিষদ এসব দাবি উত্থাপন করে।
শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলা উদ্দিন আনাফ। তিনি জানান, কলেজ প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনার পরও সমস্যার সমাধান হয়নি। ফলে কলেজ অধ্যক্ষকে দুই দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ৯ দফা দাবির সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ না হলে শিক্ষার্থীরা তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে:
✅ ডিগ্রি শাখার শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্যাম্পাস স্থাপন।
✅ ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন ও পর্যাপ্ত লাইটিংয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার।
✅ বহিরাগত, মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ ফাঁড়ি স্থাপন।
✅ পর্যাপ্ত নিজস্ব বাস ও মাইক্রোবাস সার্ভিস চালু করে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করা।
✅ আবাসিক হল বৃদ্ধি এবং জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন।
✅ সুপেয় পানি, উন্নত ওয়াশরুম ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
✅ কলেজের ৯টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমের জন্য ফান্ড গঠন এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা ওয়েবসাইটে প্রকাশ করা।
আলা উদ্দিন আনাফ বলেন, “এই দাবিগুলো দীর্ঘদিনের। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো অগ্রগতি দেখা যায়নি। আমরা দুই কার্যদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের রোডম্যাপ চাই। তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী তামিমসহ আটজন আহত শিক্ষার্থীর তালিকা আঞ্চলিক পরিচালকের মাধ্যমে পাঠানো হয়েছে। কী কারণে তামিমের নাম আসেনি, তা আমি জানি না। ছাত্র সংসদ নির্বাচন সময়সাপেক্ষ বিষয়। যেখানে দেশে কোনো কলেজে এখনো নির্বাচন হয়নি, সেখানে আমরা এককভাবে তা করতে পারব না। তবে অন্যান্য দাবিগুলো জানার পর সেগুলো নিয়ে আলোচনা করা হবে।”