সমতট ডেস্ক: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির উদ্যোগে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন । এ উপলক্ষে নগরীর মোগলটুলির উম্মুল কোরা মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির আয়োজনে নগরীর উম্মুল কোরা হিফজ মাদরাসা ও ইতিমখানায় গত ১৭ মার্চ এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন সরকারের সভাপতিত্বে ও সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের জাতীয় সভাপতি ও কুমিল্লা সিটি ক্লাবের ফ্লোর মেম্বার এপেক্সিয়ান এনামুল হক মিলন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সচিব এপেক্সিয়াল হাবিবুর রহমান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সেক্রেটারি এপেক্সিয়াল আব্দুল হাই শরীফ, সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আরিফুল ইসলাম, ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবুল কালাম রাসেল, ক্লাব সেক্রেটারি এপেক্সিয়ান আমিনুল ইসলাম মোসা, ক্লাব ট্রেজারার বেলায়েত হোসেন, সার্জেন্ট এড আর্মস এপেক্সিয়ান মীর মারুফ তাসিন ও এপেক্সিয়ান সাইফুল ইসলাম।
পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে মাহফিলের শুরু হয়। পরে এক্সিসিয়ান ওমর ফারুক হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন। ফলে মাহফিল হয়ে উঠে অত্যন্ত মনোমুগ্ধকর।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, আজকের এই শিশুরাই আগামীর জাতির কর্ণধার। তারাই আমাদের সম্পদ।
বক্তব্য পরর্বতীতে গোটা মানবজাতির মুক্তি জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ইফতার শেষে এপেক্সিয়ানরা শিশুদের সাথে একত্রে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে শেষ এই অনুষ্ঠান।