সমতট ডেস্ক : নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশেকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশস্থলে।
রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে।
সমাবেশেস্থল ঘুরে দেখা গেছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। তবে বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনও নেতাকর্মীদের ভিড় তেমন একটা চোখে পড়েনি।
শহীদ মিনারের বেদীর দুই পাশে বড় দুটি প্রজেক্টর স্ক্রিন লাগানো হয়েছে। এতে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে।