সমতট ডেস্ক || দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান খেলেছেন ৭১টি টেস্ট, ২৪৭টি ওয়ানডে এবং ১২৯টি টি-টোয়েন্টি। লাল-সবুজের জার্সিতে তিনি নিয়েছেন ৭১২ উইকেট। এছাড়া আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টিসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। তবে কখনোই বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হতে হয়নি তাকে। কিন্তু ক্যারিয়ারে গোধূলিলগ্নে এসে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সারের ৮ জন ক্রিকেটার তখন ইংল্যান্ডের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন। সারের হয়ে সেই ম্যাচে ৬৩ ওভার বোলিং করেন সাকিব। সেই ম্যাচে ৯ উইকেট পেয়েছিলেন তিনি।
তবে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি সাকিবের সারে। এদিকে পুরো ম্যাচে সাকিব দীর্ঘ সময় বোলিং করলেও তখন আম্পায়াররা কোনো নো বল ডাকেননি। তবে সেই ম্যাচের দুই মাস পর জানা গেছে, সেই ম্যাচের দায়িত্বে থাকা দুই আম্পায়ার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে সাকিবকে বরখাস্ত করা হয়নি, তবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার জন্য তাঁর সঙ্গে আলোচনা চলছে। ক্রিকইনফোর প্রতিবেদনে আরও জানা গেছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।