সমতট ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা আরও বেড়েছে। আজ, রবিবার, অনুষ্ঠিত পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২২ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একইসাথে, অসদুপায় অবলম্বনের দায়ে ৪১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে এইচএসসির ২৩ জন, আলিমের ১০ জন এবং কারিগরি বোর্ডের ৮ জন পরীক্ষার্থী রয়েছেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা শেষে এই তথ্য জানিয়েছে। এর আগে প্রথম দিনের পরীক্ষায় ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সূত্র অনুযায়ী, রবিবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১১ লাখ ২০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে অংশ নিয়েছেন ১০ লাখ ৯৭ হাজার ৮৭৫ জন। অর্থাৎ, এই দিনে ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৩৩ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী ছিলেন। সারাদেশে মোট ১ হাজার ৬০০টি কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী অংশ নেন এবং ১৫ হাজার ৮৯৮ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ছিল ১.৭০ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ২৩ জনের মধ্যে ঢাকায় ৮ জন, রাজশাহীতে ৩ জন, বরিশালে ২ জন, কুমিল্লায় ২ জন, যশোরে ১ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৩ জন রয়েছেন।
মাদরাসা বোর্ডে আলিমের দ্বিতীয় দিনে সারা দেশের ৪৫৯টি কেন্দ্রে সাধারণ বিভাগের আরবি প্রথম পত্র এবং বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগের আরবি সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৮৩ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ২৯২ জন অংশ নেন এবং ৪ হাজার ৪৯১ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ছিল ৫.৩৬ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে এই দিনে বিএম ও বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্সের দ্বাদশ শ্রেণীর ইংরেজি-২ এবং একাদশ শ্রেণীর ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৭৩৩টি কেন্দ্রে ১ লাখ ২ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও, অংশ নিয়েছেন ১ লাখ ৯৪২ জন এবং ২ হাজার ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ছিল ১.৯৪ শতাংশ।