নিজস্ব প্রতিবেদক: ঢাকা: নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে আয়োজিত ‘কিডলন প্রেজেন্টস ই-ক্লাব হেমন্ত মেলা’ সফলভাবে শেষ হয়েছে। গত ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির শেফস্ টেবিলে ই-ক্লাব ওমেন্স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় নারী উদ্যোক্তারা তাঁদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।
মেলায় অংশ নেন ই-ক্লাবের ৫০ জনেরও বেশি নারী উদ্যোক্তা। তাঁরা পোশাক, শীতকালীন পোশাক, জুয়েলারি, চুড়ি, কসমেটিকসসহ নানা ধরনের পণ্য প্রদর্শন করেন। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তারা তাঁদের সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন।
মেলার শেষ দিনে আয়োজন করা হয় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ই-ক্লাবের প্রেসিডেন্ট ড. শাহ আলম চৌধুরী হিমু। তিনি বলেন, “নারী উদ্যোক্তাদের পণ্য ও উদ্যোগকে সামনে তুলে ধরা আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে আমরা এমন আরও আয়োজন করব।”
ই-ক্লাব গভর্নিং বডির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, “এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা আশা করি, এই আয়োজন তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।”
ই-ক্লাবের পিআর সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি বলেন, “দর্শনার্থী ও উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য মেলাটি সফল হয়েছে। আগামীতে আমরা আরও বড় আকারে মেলা আয়োজনের পরিকল্পনা করছি।”
মেলার টাইটেল স্পন্সর ছিল কিডলন এবং পাওয়ার্ড বাই ছিল এআরবি গ্রুপ। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইভেন্ট সিটি, আর সাপোর্টিং পার্টনার হিসেবে ছিল হৈ হুল্লোড়, ইসলাম ডেন্টাল কেয়ার, তারিফাস ক্লসেট, এবং মেডিস্টোর। এছাড়াও অংশ নেয় নাস্তা হাট এবং ডিজাইনার্স টু ইন্টেরিয়রস।
এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ই-ক্লাব ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের সাফল্যের পথপ্রদর্শক হতে চায়।