সমতট ডেক্স : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের কাজের স্বাধীনতা থাকলে তত্ত্বাবধায়ক সরকার না থাকলেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।
রোববার সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, সংস্কার কমিশনের সব সুপারিশ গ্রহণ করা হলে নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে।
সিইসি বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না। তাই আইনের সংশোধন জরুরি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আইন কানুন বিধি বিধান ঠিক করে অক্টোবরের মধ্যে প্রস্তুতি নিতে হবে।