স্টাফ রিপোর্টার।।
শনিবার ৮ নভেম্বর কুমিল্লা নগরীর রূপসী বাংলা কলেজ অডিটোরিয়ামে কুমিল্লা মহানগরী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কুমিল্লা মহানগরী ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ কবির আহমেদ। তিনি বলেন, শুধুমাত্র শ্রমিকদের মর্যাদা ইসলাম দিয়েছে। শ্রমিকদের হাতের ছোঁয়া ছাড়া পৃথিবীর উন্নতি কল্পনা করা যায় না।সাড়ে ১৪ শত বছর আগে যাদের নিয়ে নবী(সা:) মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তাদের অধিকাংশ শ্রমজীবী মেহনতী মানুষ। আগামীর বাংলাদেশ যদি সুন্দর, সুজলা, সুফলা, দেখতে চাইলে এদেশের শ্রমজীবী মানুষদের সম্মান এবং মর্যাদা দিতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর বাংলাদেশ জামায়েত ইসলামীর নায়েবে আমীর মোঃ মোসলেহ উদ্দিন। তিনি বলেন, নবীজীর সাহাবী যায়েদ (রা.) নেতৃত্বে শ্রমজীবী-মেহনতী মানুষদের নিয়ে একটি শ্রমিক সংগঠন করে, যা শ্রমিকদের কল্যাণে কাজ করে। আপনারাও প্রত্যেক দায়িত্বশীল শ্রমজীবী -মেহনতী মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন।
বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান কুমিল্লা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি কাজী নজির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্মেলনে সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।