সমতট ডেস্ক : কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৮৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (২ আগস্ট) সকালে কলেজের আইটি কনফারেন্স হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শফিকুল আলম হেলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে তাইমিয়া ট্রাস্টের সদস্য রফিকুল ইসলাম আজাদ ও ড. মাসুদুল হক চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ অধ্যাপক ইউনুছ সরকার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হক মজুমদার, শাখা ইনচার্জ মাওলানা মোসলেহ উদ্দিন, মো. ইসরাফিল আলম, মোহাম্মদ কামাল উদ্দিন ও মো. কামারুজ্জামান সোহেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার অধ্যাপক মুজিবুর রহমান ও অধ্যাপক ইউনুছ মিয়া ভুঞা।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ পথচলার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের আরও উদ্যমী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।