সমতট ডেস্ক।।
আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় তাহেরী ভক্তদের হামলায় ৬ পুলিশ আহত হন; ভাঙচুর করা হয়েছে তাদের তিনটি গাড়ি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছয় ভক্তকে গ্রেপ্তার করে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলাম পুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, নাজিরাবাড়িতে অনুমতি ছাড়া একটি ওয়াজ মাহফিলে তাহেরী অংশ নিচ্ছেন বলে তাদের কাছে তথ্য ছিল। গত শুক্রবার আখাউড়া থানা পুলিশের ওপর হামলার একটি মামলার প্রধান আসামি তাহেরী। তাকে গ্রেপ্তারে পুলিশ ঘটনাস্থলে গেলে তাহেরী পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। ওই সময় ভক্তরা পুলিশের ওপর আক্রমণ করে। এই ফাঁকে তাহেরী ওই বাড়ির পেছনে দিয়ে বিলের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যান। হামলায় বিজয়নগর থানার এসআই ফারুকসহ ৬ পুলিশ আহত হয়েছেন। আর পুলিশ তাহেরীর ৬ ভক্তকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০/২৫০ জনকে আসামি করে নিয়মিত মামলা করা করেছে। প্রেপ্তার ছয় আসামিকে গতকাল ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে ওয়াজ মাহফিল করতে যান তাহেরী। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাহেরী ভক্তদের হামলায় এক এসআইয়ের মাথা ফেটে যায় । এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামি করে পুলিশের পক্ষ থেকে গত শনিবার মামলা করে আখাউড়া থানা পুলিশ।