সমতট ডেক্স : কুমিল্লায় আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভিপি নাজমুল বারী চৌধুরীর বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, ছাত্রলীগের মিছিল নিয়ন্ত্রণ, ও দেওয়ালে ‘জয় বাংলা’ লেখা উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
২২ জুন জেলা প্রশাসকের কাছে এক কিশোর গ্যাং সদস্যের মা মারজাহান বেগম মুন্নী লিখিত অভিযোগ দাখিল করেন, যা ২৪ জুন গৃহীত হয়। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, “আমার ছেলে একটি কলেজে পড়ে। সে আগে রাজনীতি করতো, এখন আর করে না। কিন্তু ২২ তারিখ বিশ্বরোডে একটি ছাত্রলীগের মিছিলে অংশ নেয়। সে ভিপি নাজমুল বারীর কথা শুনে সেখানে যায়। রাতে শহরের দেয়ালে ‘জয় বাংলা’ লেখে।”
তিনি আরও অভিযোগ করেন, “ভিপি নাজমুল বারী ৮-১০ জন কিশোরকে অর্থ দিয়ে এসব কর্মকাণ্ডে যুক্ত করেন। তিনি জানান, মামলা হলেও কোনো সমস্যা হবে না, তিনি দেখবেন। আমি ছেলেকে অনেক নিষেধ করেছি, কিন্তু সে শোনে না। স্যার, আমার ছেলেকে রক্ষা করুন। নাজমুল সাহেব যেন তাকে ব্যবহার করতে না পারে। তাকে আটক করে এসব বন্ধ করা হোক।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট নাজমুল বারী চৌধুরী বলেন, “আমি এখন কোনো দলের পদে নেই। দল করারও ইচ্ছা নেই। এমন কোনো অভিযোগ দাখিল হয়েছে তা আমার জানা নেই।”
এড. ভিপি নাজমুল বারী চৌধুরী কুমিল্লা বাদুরতলা চৌধুরী মার্কেটের ফাতিহা ভবনের বাসিন্দা। পিতা মো. এনামুল হক চৌধুরী, মাতা ফাতেমা ফেরদৌস।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে আমরা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর কুমিল্লা মহানগরীতে রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলোচিত-সমালোচিত ঘটনার মধ্যেই এই অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, দলের নাম ব্যবহার করে যেকোনো ধরণের অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
শিরোনাম:
- প্রবাস ফেরত বাহারের স্বজন হারানোর বেদনা — সড়ক দুর্ঘটনায় একসাথে ঝরে গেল ৭ প্রাণ
- নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শিবিরের প্রদর্শনীতে চমক, নিজামী-সাকা চৌধুরীর পরিবর্তে খালেদা জিয়া
- খোসবাস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোনাব্বর হোসেন আর নেই
- পুলিশে উচ্চপদে বড় রদবদল
- নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল
- উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে ইউপি সদস্যদের ভাগবাটোয়ারা, ভিডিও ফাঁস
- নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত
৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৭ হিজরি | বৃহস্পতিবার | বর্ষাকাল