সমতট ডেস্ক।। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। তাতে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। তবে আঘাত গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ।
রূপগঞ্জের হয়ে চলমান ডিপিএলে খেলছেন মুমিনুল, অন্যদিকে শরিফুলের দল আবাহনী। আগে ব্যাটিংয়ে নেমে ৭ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ। এরপরই উইকেটে আসেন মুমিনুল। নিজের প্রথম বলটি সাবলীলভাবে খেললেও দ্বিতীয় বলেই ঘটে বিপত্তি। শরিফুলের বাউন্সারে গুরুতর আহত হন তিনি।
পেসার শরিফুলের বাউন্সারটি হেলমেটকে ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হানে মুমিনুলের ঘাড়ে। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাট ফেলে দেন তিনি। দ্রুত ফিজিওকে ডাকেন আবাহনীর বিজয়। রূপগঞ্জের ফিজিও মুমিনুলকে মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তা যথেষ্ট ছিলো না। কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে দেখা যায় টেস্ট দলের এই ব্যাটারকে।