সমতট ডেস্ক।। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হেঁচড়ার ঘটনায় ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের এক উপ-পুলিশ সুপারকে (ডিওয়াইএসপি) প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে সাত জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার আগরতলার এক সূত্রে এ তথ্য জানা যায়।
ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি হয়েছে৷ এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ৪ পুলিশ কর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রণ করা হয়েছে ৷
আগরতলা পুলিশের জারি করা পৃথক দুটি আদেশে ৪ পুলিশ সসদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারা হলেন, পুলিশ সুপারিনটেনডেন্ট এসএসএফের সহকারী কমান্ড্যান্ট কান্তি নাথ ঘোষ, উপ-পরিদর্শক দিলু জামাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেন।
এছাড়া এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, সীমান্ত গোলচক্কর এলাকার ঝুতন দাস, দশমীঘাটের উজ্জ্বল দাস, অভয়নগরের দীপ্তনীল ভৌমিক, আগরতলার আমতলী এলাকার সুরজা দাস, দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার ঝুলন মালাকার, ৭৯ টিলা এলাকার প্রদীপ সাহা এবং অলক মজুমপুরের অলক মজুম।
এর আগে সোমবার এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এতে বলা হয়, আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের কারণে বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এসময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। দুঃখের বিষয়, হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি। সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বাংলাদেশ সরকার আরও জানাতে চায় যে, বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নে এসেছে, গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ লঙ্ঘন হয়েছে।