দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে দেশে মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু হচ্ছে। রোববার বিকেল ৩টা থেকে সারাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে বলে ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী পলক জানান, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর সংযোগ চালু হলে মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।
গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে, যার ফলে রাত ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়।
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা দীর্ঘদিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা যোগাযোগ, কাজ এবং শিক্ষার জন্য মোবাইল ইন্টারনেটের উপর নির্ভরশীল। সরকার ও টেলিযোগাযোগ প্রদানকারীরা দ্রুত স্থিতিশীল এবং নিরাপদ ইন্টারনেট সেবা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছেন।