বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এ সমর্থনের কথা জানান। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র অর্জনে জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গুতেরেস আরও বলেন, “বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আয়োজনের জন্য বর্তমান সরকারের উদ্যোগকে আমি স্বাগত জানাই।”
মহাসচিবের চিঠিটি সোমবার (১৯ আগস্ট) রাতে ড. ইউনূসের প্রেস উইং থেকে গণমাধ্যমে প্রকাশ করা হয়। চিঠিতে তিনি বিশেষ করে তরুণ, নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার সহিংসতা বন্ধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। একই সাথে, রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ভারতে পালিয়ে যান এবং ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এই চিঠির মাধ্যমে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া হলো যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমর্থিত।